সাহিত্য একটি জাতির মানসিক উন্নতির বাহন। মানবমস্তিষ্কের যাবতীয় বিকাশ সাহিত্যের মাধ্যমে সাধিত হয়। সততা, সাহস, বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা, মানবপ্রেম,দেশপ্রেম, ধৈর্য, সহিষ্ণুতা ইত্যাদি মানবীয় গুণ সাহিত্যের মাধ্যমে জাতির মস্তিষ্কে সঞ্চারিত হয়। আবার হিংসা, বিদ্বেষ, অহংকার, নীতিভ্রম, পাষণ্ডতা ইত্যাদি বর্জনীয় গুণ থেকেও মানবমস্তিষ্ক মুক্তি লাভ করে সাহিত্যের মাধ্যমে। তবে এর জন্য শর্ত হচ্ছে সাহিত্যের পরিচ্ছন্নতা। আজ মুসলমান জাতি পরিচ্ছন্ন সাহিত্য থেকে বঞ্চিত। যেই জাতি পুরো দুনিয়াকে সাহিত্য রচনা শিখিয়েছে, সেই জাতি এখন পথভ্রষ্ট সমাজের কাছে ভিক্ষার হাত সম্প্রসারিত করে আছে। দুশমনদের অন্ধকার কথামালাকে পরম উন্নত সাহিত্য মনে করে তাতে নির্দ্বিধায় অবগাহন করছে। সেগুলো অনুবাদ করে, অথবা সেগুলোর ছায়া ধারণ করে নতুন প্রজন্মের কাছে পেশ করা হচ্ছে। ফলে শিক্ষিত জাহেল দ্বারা মুসলিম সমাজ ভরে উঠছে এবং তাদের হাতে চলে যাচ্ছে জাতির নিয়ন্ত্রণভার।
Showing - of 0 Results
Organic Food
Fashion and Clothing
Gadgets & Electronics
Islamic Products
Home Appliances
Health and Beauty
Book's
Combo offer